কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি
একদল কাপুরুষ আমার দেশ মাতার উপর
বুলেট ছুড়েছিল একাত্তরে,
একদল হানাদারেরা আমার ঘুমন্ত
মায়ের ওপর গুলি চালিয়ে ছিল
ওরা আমাদের জীবন্ত মাটি চাপা দিয়ে স্বাধীনতা
কেরে নিতে চেয়েছিল।
আমার মায়ের সন্তানরা এতো
সহজ শর্তে হারতে রাজী নয়
রক্তে রাজপথ ভাসিয়ে দিবে তবুও
কোন অন্যায় মাথা পেতে নেওয়ার কল্পনাও করবেনা,
এটা আমাদের বিশ্বাস
এটাই আমাদের স্বাধীনতা ।
ত্রিশ লাখ জীবন নিয়েছিলি সেদিন
কি ভেবেছিলি আমারা আত্মসমর্পণ করবো ??
না এটা তোদের দুর্ভাগ্য খুব ,
ইতহাসের বুকে বাঙ্গালীর রক্তে
হারমানা লেখা নাই
লেখা আছে শুধু স্বাধীনতার স্বপ্ন
আমাদের প্রতিটি শিরা উপশিরায়
আমার দেশ আমার মাটি আমার মা ,
আমার জীবন , আমার ভালবাসা
আমার শান্তির নীবির ছায়া
আমার হৃদয়ের প্রতিটি কম্পন
এই মাটিতে মিশে আছে
আমার প্রতিটি নিঃশ্বাস বাতাসের
অণুতে মিশে আছে ।
আমরা ভালবাসি মা তোমায়
আমরা তোমার মান রাখবোই ।
ঐ হানাদারেরা শুনে রাখ,
আমরা মুক্তিযুদ্ধ দেখিনি
তবে আমরা আমাদের বংশধরদের চেয়েও রগচটা
কতো বুলেট আছে তোদের,আমারাও দেখে নিবো
আমারাও এ জাতির জন্য সব বিলিয়ে দিতে পারি,
পারি জীবনটা কে মুছে দিতে আমার বাংলা মায়ের জন্য।
নরপশুর দল জেনে রাখ,
৭১ এ শুধু ত্রিশ লাখ মানুষ হত্যা করিসনি
১৬ কোটি দেশ প্রেমিকও জন্ম দিয়ে গেছিস ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।