প্রাক্তন স্ত্রীর দায়ের করা হেনস্থা মামলায় ফের অস্বস্তিতে পাকিস্তানি সঙ্গীতশিল্পী আদনান সামি। মুম্বাই হাই কোর্টের নির্দেশে পুলিশের হাতে পাসপোর্ট জমা দিতে হবে আদনানকে। আদনান সামির প্রাক্তন স্ত্রী সাবা গালাদারির দায়ের করা মামলার শুনানিতে বুধবার এই নির্দেশ দেন বিচারপতি সোন্দরবালদোতা।
এর আগে ১৬ ডিসেম্বর মুম্বাইয়ের লোখন্ডওয়ালার ফ্ল্যাট খালি করার নির্দেশ দিয়েছিল মুম্বাই হাই কোর্ট। পাসপোর্ট জমা রাখার নির্দেশের পর আদনানের বিদেশ যাত্রা সাময়িকভাবে স্থগিত হয়ে গেল। ঘনিষ্ঠ মহলে আদালতের এই নির্দেশের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন এই পাক সঙ্গীতশিল্পী। বিদেশে তাঁর বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে। তার জন্য আদালতের সম্মতি চেয়ে আবেদন করেছিলেন তিনি। আদালত ঘুরিয়ে সেই দাবি খারিজ করে দিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।