হিন্দুদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে আল্টিমেটাম
ইত্তেফাক রিপোর্ট
নিবার্চন যত ঘনিয়ে আসছে , ততই বাড়ছে দেশের হিন্দু সমপ্রদায়ের উপর নির্যাতন। সারাদেশে হিন্দু সমপ্রদায়ের মঠ, মন্দির প্রতিমা ভাংচুর ও বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ নিত্যনৈমিত্তিক বিষয় পরিণত হচ্ছে। তাই প্রতিটি জাতীয় নির্বাচন হিন্দু সম্প্রদায়ের কাছে মূর্তিমান আতঙ্কে পরিণত হচ্ছে বলে দাবি করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মহাজোট আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তারা। অনতিবিলম্বে নির্যাতন বন্ধ ও দোষীদের শাস্তি না হলে আগামী ৩০ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়াসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন তারা।
অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জোটের মুখপাত্র পলাশ কান্তি দে। এ সময় আরও উপস্থিত ছিলেন মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, যুগ্ম মহাসচিব মানিক চন্দ্র সরকার, বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি মনোজ কুমার মণ্ডল , বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের সভাপতি রিপন দে প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।