আমাদের কথা খুঁজে নিন

   

পড়ে থাকা বোমা হাতে নিয়ে কব্জি হারাল শিশু

রাজনৈতিক সংঘাতে সারাদেশে বোমা বিস্ফোরণের মধ্যে  শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে রাজশাহীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে।
আহত মাহিন হোসেন (৫) নগরীর কয়েরদাড়া এলাকার রাজিব উদ্দিনের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া সাংবাদিকদের বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মাহিন খেলতে খেলতে ওই এলাকার আওয়ামী লীগ কার্যালয়ে সিঁড়ির নিচে ঢুকে পড়েছিল।
“সেখানে রাখা লাল টেপে মোড়ানো একটি বোমা হাতে নিয়ে খেলতে গেলে বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এতে তার বাম হাতের কব্জি উড়ে যায় এবং ক্ষত-বিক্ষত হয় শরীরের বিভিন্ন অংশ। ”
বিস্ফোরণের সঙ্গে সঙ্গে স্থানীয়রা মাহিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের চিকিৎসক বি কে দাম সাংবাদিকদের বলেন, মাহিনের তার বাম হাতের কব্জির পাশাপাশি ডান হাতের দুটি আঙুলও উড়ে যায়।
“তার মুখমণ্ডলে অসংখ্য স্প্লিন্টারের আঘাত। আঘাত লাগায় চোখও ঝুঁকির মধ্যে রয়েছে।


বিরোধী দলের অবরোধের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যালয়ে এই বোমা বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
“বোমাটি সেখানে পেতে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে “ বলেন ওসি জিয়া।
সাম্প্রতিক সময়ে এর আগে ঢাকা ও চট্টগ্রামে একইভাবে কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে কয়েকটি শিশু আহত হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।