ব্যবসাবিষয়ক মার্কিন ম্যাগাজিন ফোর্বস এক প্রতিবেদনে জানিয়েছে, এর মধ্যেই মাইক্রোব্লগিং সাইট টুইটারকে টপকে গেছে হোয়াটসঅ্যাপ। টুইটারে প্রতিমাসে গড়ে ২৩.২ কোটি নিয়মিত ব্যবহারকারীর উপস্থিতি থাকলেও হোয়াটসঅ্যাপের মাসিক গড় ব্যবহারকারীরর সংখ্যা ৪০ কোটি।
শীর্ষ সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুকের থেকে এখনও অনেক পিছিয়ে আছে মোবাইল মেসেজিং সার্ভিসটি। তবে ব্যবহারকারীদের মধ্যে ফ্রি মোবাইল মেসেজিং সার্ভিসটির জনপ্রিয়তা যে হারে বাড়ছে তাতে হোয়াটসঅ্যাপ ফেইসবুককে টপকে যেতে পারে এমনটাই বলা হয়েছে ফোর্বসের প্রতিবেদনে।
অক্টোবর মাসে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরর সংখ্যা ছিল ৩৫ কোটি। এক মাসের ব্যবধানে এই সংখ্যা ছাড়িয়েছে ৪০ কোটি। অন্যদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ফেইসবুকের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ১২০ কোটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।