সামুতে এখন অনেক এ্যাড দেখা যায়। কিছু এ্যাডের নিচে শিরোনামের মত লেখা দেখা যায়। ক্লিক করলে কত জায়গা যে আপনারে ঘুরাইয়া আনবো। কিন্তু এত্তসব এ্যাডতো আগে দেখিনি। আবার লেখা থাকে ads not by this site।
এখন এগুলা কোথা থেইক্কা এল। সামু অথবা কেউ জানেন ব্যাখ্যা দিলে বুঝতাম চাই। আর অনেক এ্যাডতো আছে যেগুলো থেকে সামু টাকা কামায়। তয় ঐ টাকার ভাগতো আমরাও পামু। হে পামু না? আগে যখন সামুতে লিখতাম।
তখনতো কোন এ্যাড ছিল না। তয় এখন যখন এ্যাড দিয়া টাকা কামাইতাছে ঐটাকার ভাগ চাই। কারণ সামুর উন্নতি হলে আমাদেরও উন্নতি হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।