রাজধানীর গোপীবাগে অভয় দাস লেনের ৬৪/৬ রামকৃষ্ণ মিশন রোডের আয়না ভিলা নামে একটি বাসা থেকে ছয় জনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
৫ তলা ওই বাসার দ্বিতীয় তলা থেকে শনিবার সন্ধ্যায় এসব মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপীবাগের বিসমিল্লাহ মসজিদের গলিতে একটি বাসায় এ ঘটনা ঘটেছে।
নিহতদের সবাই পুরুষ।
এর মধ্যে লুৎফর রহমান ফারুক (৬০), তার ছেলে মনির হোসেন (৩০), বাসার কেয়ারটেকার মঞ্জু (২৮), শাহীন (২৯), রাসেল (২৮) ও মুজিবুর সরোয়ার (৩০)।
পাশের বাসার মফিজ উদ্দিন নামে একজন জানান, সাড়ে ৬টার দিকে ওই বাসায় তিনি হৈ হুল্লোর শব্দ পান। এসময় ডাকাত ডাকাত বলে সেই বাসায় ছুটে যান। তখন তিনি দু’টি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বাসায় ডুকে তিনি আরো চারটি মরদেহ দেখতে পান।
তিনি জানান, বাড়ির মালিক শারমীন ইসলাম গুলশানে থাকেন। বাসার নিচ তলায় মেস রয়েছে।
এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।
ওয়ারী থানার এসআই অখিল রঞ্জন জানান, নিহতদের মধ্যে সব বয়সের লোকেই আছে। পুলিশের ক্রাইম টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।
স্থানীয়দের তথ্য মতে সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
ওয়ারী জোনের ডিসি ইলিয়াস শরিফ বাংলামেইলকে জানান, নিহত লুৎফর রহমান ফারুক (তিনি নিজেকে পীর দাবি করতেন। প্রায় সময় ওই বাসায় মজমা বসতো। নিহতদের মধ্যে তার ছেলে মনির হোসেন, বাসার কেয়ারটেকার মঞ্জু, লুৎফর রহমানের মুরিদ শাহীন, রাসেল ও মুজিবুর সরোয়ার রয়েছে।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।