ক্লিন'স অল্টারনেটিভ ওয়ার্ল্ড
এক জোড়া ডানা চাই
শীতের শেষ বিকেলে দূর-কুয়াশায় উড়ে যাওয়া বকের পাখার মতো।
শ্রান্ত হলেও ঘরে ফেরার আনন্দে যা ঝাপটানো থামে না।
অথবা তা হবে
উঠোনো আকাবাকা আড়-বাঁশে ঝুলানো মায়ের শাড়ি
শরীর জড়িয়ে যাতে পাখি হয় অবুঝ শিশু।
কিংবা হবে
তরুণীর সদ্য প্রেমের কাপঁনের মতো
তিরতিরে গতিমান।
বা শিরশিরে বাতাসে গজ-ফড়িং এর উদ্ধত নিষ্কম্প পাখনা।
এক জোড়া ডানাই যথেষ্ট হবে
তোমাকে দেখার জন্য।
পরিযায়ী পাখি-মন আমার
ঘরে ফিরতে উন্মাতাল ভীষণ।
জানি কাটেনি শীতের ঘোর ওখানে এখনো।
তারপরও ফিরতেই চাই
ডানা পেলেই একজোড়া কোন মতে-
আমি চলব খোয়াব নগরে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।