ওই বাসার বাসিন্দাদের সন্দেহ, এই হত্যাকাণ্ডের পেছনে ধর্মীয় উগ্রপন্থীদের হাত থাকতে পারে।
রাজধানীর গোপীবাগে একই বাসায় বাবা-ছেলেসহ ছয়জনকে হত্যার ঘটনায় জঙ্গিগোষ্ঠীকে সন্দেহ করছে পরিবার।
শনিবার সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন রোডের ৬৪/৬ নম্বরে চার তলা ভবনের দ্বিতীয় তলায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন- লুৎফর রহমান (৬০), যিনি নিজেকে পীর বলে পরিচয় দিতেন; তার ছেলে সারোয়ার ইসলাম ওরফে মনির (৩০); বাড়ির কেয়ারটেকার মঞ্জুর আলম মঞ্জু (২৪); পীরের মুরিদ মো. শাহিন (২৫), রাসেল (২০) ও মুজিবুল সরকার (২৫)।
নিহত সবার লাশ লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওয়ারী থানার এস আই জাহিদুর রহমান জানান, নিহত লুৎফরের ছোট ছেলে আবদুল্লাহ আল ফারুক শনিবার গভীর রাতে মামলাটি দায়ের করেন। এতে অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
লুৎফরের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরের চর বরুরি গ্রামে। তার ছেলে সারোয়ার ইসলাম মনির সিটি ব্যাংকের সদরঘাট শাখায় কর্মরত ছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।
ওয়ারি পুলিশের উপ কমিশনার ইলিয়াস শরীফ জানান, মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় তদন্তের দায়িত্ব ডিবি পুলিশের হাতে দেয়া হয়েছে।
ঘটনার পর ওই বাড়ির আশেপাশের এলাকা থেকে ছয় জনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে এস আই জাহিদুর রহমান জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।