আল্ট্রা থিন ক্যাটেগরির ডেল ইন্সপায়রন ৭০০০-এর কেসিংয়ে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম শেল। ল্যাপটপটিতে রয়েছে ডেডিকেটেড ১০ ফিঙ্গার নিউমেরিক কী প্যাড। ০.৬ ইঞ্চি পুরু এ ল্যাপটপটির ওজন ২.৬ কিলোগ্রাম। এতে রয়েছে ইনটেল কোর আই৩ প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম, ১৫.৬ বা ১৪ ইঞ্চি স্ক্রিন, ৪ সেল ব্যাটারি (৮ ঘন্টা ৫২ মিনিট ব্যাটারি লাইফ), ৫০০ গিগাবাইট হার্ড ড্রাইভ, এইচডিএমআই পোর্ট, এল.ই.ডি ব্যাকলিট টাচ ডিসপ্লে।
সাশ্রয়ী মূল্যের ডেল ইন্সপায়রন ৩০০০ ল্যাপটপে রয়েছে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম। ১.৪ কিলোগ্রাম ওজনের ল্যাপটপটিতে রয়েছে ৪র্থ জেনারেশন ইনটেল প্রসেসর, টাচস্ক্রিন, ৪ গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম, ৫০০ গিগাবাইট হার্ড ড্রাইভ ও ১১.৬ স্ক্রিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।