আমাদের কথা খুঁজে নিন

   

"তবু তোমার ডাকে আজও সেই প্রথমেই ভয় "

আমার আমিকে চিনতে চাই । এখনো পেরে উঠছি না ।

প্রতিদিন ঘুম থেকে উঠি একটা গৎবাঁধা স্বপ্ন নিয়ে ৷ আমার আলাদা একটা স্বপ্ন যেটা আমি প্রতিদিন দেখি ৷ অর্থাৎ স্বপ্নটা আমার নিজের জন্য একেবারে আলাদা হলেও সাধারণ ৷ প্রতিদিন অনিঃশেষ একটা অপেক্ষায় আমি বসে থাকি ৷ আমরা প্রত্যেকেই নই কী ? অপেক্ষা কিন্তু ভাল ৷ তখন আমরা আশায় থাকি একদিন না একদিন ঘটনাটা ঘটবে ৷ কিন্তু একদিন এসে যদি সব শেষ হয়ে যায় তখন দুনিয়াটা হঠাৎ করেই অচেনা মনে হয় ৷ বন্ধুদের স্বাভাবিক মজাও তখন আমাদের রাগের কারণ হয় ৷ আমরা হঠাৎ করেই সবার সাথে খারাপ আচরণ করি ৷ সবাই এটা বুঝতে পারেনা ৷ কেউ বুঝেও বুঝে উঠতে পারেনা কেন এমন করছি ৷ আর নিজেরা প্রতিদিন একটু একটু করে অবিশ্বাসী হয়ে উঠি ৷ কিন্তু কেউ পরোয়া করেনা ৷ দুনিয়াটা বড্ড অদ্ভুত ৷ তুমি সবসময় ব্যাখ্যা করে বুঝাতে পারবেনা কী ঘটছে এখানে ৷ কেউ বুঝবেও না ৷ যাদের বুঝার কথা তারাও ...:'(

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।