আমাদের কথা খুঁজে নিন

   

বসে বসে পিকেটিং দেখল পুলিশ!

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলাচলকারী অন্তত ২০টি মালবাহী ট্রাকে হামলা চালিয়ে ভাংচুর করেছে অবরোধকারীরা। পুলিশের সামনেই মালবাহী ট্রাকে হামলার ঘটনা ঘটলেও পুলিশ নির্বিকার হয়ে বসে থাকে। আর রবিবার বেলা ১১ টার দিকে এ ঘটণা ঘটে।

সরকারের নীতি নির্ধারকদের ঘোষণার প্রেক্ষিতে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু হয়ে পুলিশের নিরাপত্তা প্রহরায় যানবাহন চলাচল করবে এমন আশ্বাসে আজ সকাল থেকেই টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক হয়ে মালবাহী ট্রাক চলাচল শুরু করে। কিন্ত, বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের আশেকপুর নামক স্থানে অবরোধকারীরা মহাসড়কে চলাচলকারী মালবাহী ট্রাকে হামলা চালিয়ে অন্তত ২০টি ট্রাক ভাংচুর করে। এ সময় যাত্রীবাহী কয়েকটি সিএনজিও ভাংচুর করে অবরোধকারীরা। পুলিশের সামনে এসব ভাংচুরের ঘটনা ঘটলেও পুলিশ ছিল নির্বিকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।