আপাতত ঘুরপাক খাচ্ছি!
১। আজ
আমার হাত থেকে উঠে আসে
শ্মশানের দুর্গন্ধ
আমার বুক থেকে উঠে আসে
ঋজু নিঃশ্বাস
আমি মধ্যরাতে
অগুণিত লাশের ভিড়ে
উঠে আসা কিম্ভূতকিমাকার
পাষন্ড জান্তব
আমি জন্মান্তরের ভ্রুণ
আমার বুক থেকে উঠে আসে
নরপিশাচের হাসি।
ঘুনেধরা সমাজের মাঝে
থাকতে চাই না
তবু মাঝরাতে উঠতে হয়
বিষাক্ত নখ দন্তে।
আমি ব্যাভিচারকে আজ
গণতন্ত্র বলছি
ধর্ষিতাকে বলছি দেশ
জানোয়ার শৃগালকে বলছি
আমার প্রবাদ পুরুষ।
২।
উপহাস
ঘুমিয়ে পড়ো রিনা
মাঝরাতে আর জেগো না
অনিদ্রা নিয়ে আমি
কালপুরুষের রূপ দেখি
রাত বিভাজন করি করপুটে।
আজ উড়ন্ত চিঠি এসেছিল
খুলতে গিয়ে এক পশলা বৃষ্টি
এখন পুবালী বাতাস
স্বপ্নে আজ কাকে দেখলে তুমি
শুধুই কি আমার উপহাস!
৩। নীড়
নদীটা উল্টে গিয়ে দেখো
হয়েছে গিরিখাদ
পাহাড়টা হাত উচিয়ে
ধরতে চায় মেঘছাদ
নীল আকাশের চক্ষু সমুদ্র
সিগালরা বার্তাবাহক
বৃষ্টি নামবে বুঝি এখন
সাথে নিও বর্ষাতি
আমিতো নিয়েছি
শীতের নকশীকাঁথা
ওম কিছুটা কম
ভেবো না একটুও তুমি
নাহয় সূর্যিটা দিবে দম।
চলো না বসে পড়ি চূঁড়ায়
পাহাড়টা বৃষ্টি যেন কুড়ায়
ঐযে দূরে সবুজ
মাঠটা বহুভূজ
নীড় পাতবো সেখানে
অর্বাচীন দুজনে।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।