আমাদের কথা খুঁজে নিন

   

এসো আমরা বেঁচে থাকি বেঁচে থাকার ছলে


শান্ত নদীর জলে ঢিল ছোড়ার আগে বুঝিনি আমার ও যে তরঙ্গ আছে, আছে অনুভূতি, ছোট ছোট ঢেউ কাঙ্খিত স্বপ্নের প্রতিলিপি। অবেলায় যে বীণ বাজে,স্পন্দন বোঝায় সাজায় উচ্ছলতার দৃষ্টি, জাগায় জোয়ার, আবেগের জীর্ণ তীর্থে মৌন মনের দুয়ার- খোলা পড়ে ছিল এতকাল আসোনি কেন , কেন তবে আজ বিদায় বেলা আড়ালে- অশ্রু লুকানোর মিথ্যে বাহানায় মগ্ন। দিনালোয় হাসির তটরেখায় তরী বেয়ে, আমরা আঁকি বিমূর্ত জীবন রং বেরংএ, ভেজা আচলে সুখী মুখ মোছে চোখ, রাতের কোলে নিঃসঙ্গতায় ভাসায় বুক। জীবন কাকে বলে? সুখ তার কোন কালে? ভুলে যাই জীবন, ভুলে যাই সুখ, এসো আমরা বেঁচে থাকি বেঁচে থাকার ছলে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।