নিউট্রন বোমা বোঝো , মানুষ বোঝো না ।
সোয়া দশটার দিকে খিলগাঁও থেকে টেম্পু করে মালিবাগ আসতেসি । যেই রাজারবাগ পুলিশ লাইনের সামনে আসলাম , অম্নি দেখি উলটা পাশ দিয়ে সাই করে ব্যাপক স্পীডে একটা মোটর সাইকেল গেলো। আর সাথে সাথেই ঠাশ ঠাশ ঠাশ করে তিনটা জোরে শব্দ , আলোর ঝলকানি এবং ব্যাপক ধোঁয়ায় ভইরা গেলো। কিছু বুঝে উঠার আগেই পুরা ঘটনা ঘটে গেলো।
খালি টের পাইলাম কেমন একটা গরম হলকা এসে গায়ে লাগসে।
আমার সামনের লোকটা ( আমরা দুজনেই একদম ভিতরে ছিলাম ) বলল , কপাল ভাল; পেট্রোল বোমা মারে নাই।
ককটেল ফাটানি তো অহরহই দেখি, মৌচাকের সামনে নিয়মিতই ফাটায় । কিন্তু এত রাতে টেম্পুর ভেতর থেকে ককটেল ফাটানো দেখে কেমন অন্যরকম যেন লাগলো। আর কিছু চাই না, একটু শান্তি চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।