আমি একদিন মারা যাবো, এই সত্য মেনে নিতে আমার কোন আক্ষেপ নেই!আক্ষেপ শুধু একটি বিষয়তেই, আমি মারা যাওয়ার পর অনেক অসাধারণ চলচ্চিত্র,বই,গান এর সৃষ্টি হবে- যার স্বাদ আমি নিতে পারব না...
১২ ডিসেম্বর- দ্যা গ্রেট Rajinikanth এর জন্মদিন!
১২ ডিসেম্বর- কসাই কাদের এর ফাঁসি!
এই না হলে রজনীকান্ত! ইয়ান্না কাদের মইল্লা, মাইন্ড ইট!
ফাঁসির খবর শুনে কি করব বুঝতে পারছিলাম না, হঠাৎ করে কেও প্রধানমন্ত্রী বানায় দিলে আমারে যেই পরিমাণ "তব্দা" খাইয়া যাইতাম, এরকম হয়ে গেছিলাম! আসলেই ম্যান? সিরিয়াসলি ফাঁসি হইসে? ওয়াও! আজকে তো এই খবর শুনার পর সব ভাল্লাগতেসে, কেও গালি দিলেও তারে দুইটা চুমা দিতে ইচ্ছা করতেসে , সব খাবারের স্বাদ বেড়ে গেছে বলে মনে হচ্ছে, আকাশ সবুজ আর গাছের পাতা নীল মনে হচ্ছে! সব কাদেরের অবদান!
আনন্দের চোটে Lungi Dance গান বাজাইয়া নাচতে আরম্ভ করলাম, কিন্তু আফসোস! তন্ন তন্ন করে খুঁজেও বাসায় কোন লুঙ্গি পেলাম না, ফলে নাচে যেই "ফিল" আসার কথা ছিল, এটা আসতেসিল না!
বাসার কাজের মেয়ে "একটা এলিয়েন যদি পৃথিবীতে এসে বাংলায় কথা বলে শুরু করে" তাহলে যেমন অবাক হবে, তার চেয়ে ১০০০ গুন বেশি অবাক হয়ে আমার দিকে তাকায় ছিল! "ভাইজান, আফনের কিতা হইসে>? ইরাম করেন ক্যারে? কার ফাঁসি হইসে? এত খুশি হওনের কি আছে?" আমি আনন্দের আতিশয্যে যতটুকু বুঝানো যায়, সাধ্যমতো চেষ্টা করলাম - সে কি বুঝল সেটা জানিনা, তবে টিভি দেখে বলল- "এই হুজুর তো তাইলে বিরাট খবিশ আছিল! তাইলে ঠিক আছে ভাইজান! লাফাইতে থাকেন, এক্কেরে ঠিক আছে, উচিত শিক্ষা হইসে!"
আর কি বলব কাদু ( তার স্ত্রী নাকি আদর করে তাকে এই নামেই ডাকতো- গোপন সূত্রে জানলাম! ) ভাইকে? RIP (রেস্ট ইন পাকিস্তান) কাদু মোল্লা! জাহান্নামে দেখা হবে, আমিও আসতেসি কিনা ঐখানে!
প্রথমবার "ক্যানসেল" হওয়াতে মুষড়ে পড়েছিলাম, তবে আশা হারাই নি, সবুর করেছিলাম, সবুরের ফল পেয়েছি, প্রবাদ চেঞ্জ করা হোক, "সবুরে মেওয়া ফলে" এর পরিবর্তে, "সবুরে ফাঁসি ফলে" করা হোক!
- তা, বলতো বাচ্চারা, কাদের মোল্লার ফাঁসি থেকে আমরা কি শিখলাম?
- Don't Underestimate The Power of তরুণ প্রজন্ম!
শূকরের মৃত্যু হয়েছে, শূকরের "বাচ্চাদের" ফালাফালি শুরু হয়ে গেছে, খুব স্বাভাবিক! যারা এই দেশকেই চায়নি সেই পশুদের মৃত্যুতে কিছু পথহারা, ব্রেইন ওয়াশড তরুণ জ্বালাও পোড়াও শুরু করে দিয়েছে! বরাবরের মত এর স্বীকার হচ্ছে সংখ্যালঘুরা! এদের রক্ষা করার দায়িত্ব আমাদের। জনতার জন্য নিরাপত্তা দেন। এখন সময় সবার পাশে থাকার, আরও একসাথে থাকার। একতাই হোক আমাদের সবচেয়ে বড় শক্তি!
একটা ঝুলেছে, ইনশাল্লাহ বাকিরাও ঝুলবে, এখন এদেশের "নব্য রাজাকারদের" হাত থেকে দেশ রক্ষার দায়িত্ব আমাদেরই। এদেশে সবাই থাকবে, শুধু কোন জামাত শিবির থাকতে পারবে না...তাদের এখানে থাকার, নিঃশ্বাস নেয়ার অধিকার নাই, এদেশের এক ছটাক মাটিও যাতে তাঁদের কবরে না জুটে! তাহলে আমাদের লাখো শহীদের আত্মার আর্তনাদ লক্ষগুনে বেড়ে যাবে, যেটি শোনার মত কান আমাদের নেই!
এদের কোন ক্ষমা নাই, এদের সাথে কোন আপোষ নাই।
"আমি শূকরের সাথে সহবাসের ফতোয়া অস্বীকার করি!"
জয় বাংলা!
শেষকথা- এরশাদ কাকু পাত্থর থুক্কু রক্স! শুনলাম তারে গ্রেফতার করসে দেখে নাকি খোদ "আত্মহত্যা" নিজেই "সুইসাইড" করসে!
কেও মুন্নি সাহারে সামলায় রাখিস, দেখা গেল সে আবার "অনুভূতি" জিগাইতে কাদেরের পিছে দৌড় লাগাইসে!
আর বাই দ্যা ওয়ে,
বাঁশের কেল্লার ভাষ্যমতে, ৩৫০ জন মানুষ খুন করেও কাদের মোল্লা যদি "শহীদ" হয়,
তাইলে আমি হইলাম "শহীদ কাপুর!"( Shahid Kapoor )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।