আমাদের কথা খুঁজে নিন

   

কত রঙ্গের রসিক তুমি!

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।


'কত রঙ্গের রসিক তুমি,
কত খেলা জানো,
নিজে নিজে ঘর বানাইয়া, নিজে তুমি ভাঙো'।

ছোট বেলায় আমার বন্ধু ফারুক গানটা শোনাতো। হঠাৎ করে মনে পড়লো।

বাংলাদেশের রাজনীতির সাথে এটার এত্ত মিল ক্যান?

সেই বন্ধু এখন বিদেশ। রেমিটেন্স পাঠায়। দ্যাশে থাকা বাবা মায়ের জন্য দুঃশ্চিন্তা করে।

জানতে চায়- দুঃসহ দুঃসময়ের অবসান কবে হবে। আমি বলি ফেসবুক পড়- দলান্ধ সম্বাদিকদের আদেশ উপদেশ এবং বক্তব্য শোন সব উধাও হইয়া যাইবো।




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।