আবীর শাকরান মাহমুদ
আমার আম্মা-আব্বার অভিমান, আমি নাকি দুনিয়ার তাবৎ মানুষের ছবি তুলে বেড়াই, কিন্তু উনাদের ছবি সেভাবে তুলিনা। এজন্য সেদিন এক ওয়েডিং পার্টিতে যাওয়ার আগে প্রায় জোর করেই লিভিং রুমে এই প্রবীণ প্রেমিক-প্রেমিকাকে বসিয়ে কাপল ফটোটা তুল্লাম।
কাল ঢাকা থেকে চলে আসার পর আজ হঠাৎ উনাদের জন্য খারাপ লাগায় এই ছবিটা আপলোড দেয়ার ইচ্ছে হল। আমার ল্যাপটপের ওয়ালপেপারও এখন এটা।
জীবন যখন আমার মা-বাবাময়, এগুলোও হতে দোষ কোথায়??
আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, তোমাদের দুজনের ভালবাসার ফসল হতে পারা। আলহামদুলিল্লাহ! তোমাদের মত পারফেক্ট দুজনকে আমি আমার লাইফে পাইসি।
পুনশ্চঃ এ মাসের ১২ তারিখ উনাদের যুগনয়নের ২৯ বছর পেরিয়ে ৩০ বছরে পড়ল। মাঝে মাঝে মনে হয়, এত বছর একসাথে একই ভাবে থাকার ধৈর্য উনারা পান কোত্থেকে! এই পাবলিকেরা তৈরি কী দিয়ে!! খায়ই বা কি!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।