শুপ্রিয় বন্ধুরা, মাঝে কিছু দিন খুব ব্যস্ত থাকায় কিছু লিখতে পারি নাই। তবে টেকটিউন্সকে ভুলি নাই। প্রায় প্রতিদিনই আপনাদের মত করে ঢু মারি। যাই হউক এবার কাজের কথায় আসি। আপনারা জানেন আমি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর কাজ শিখছি (যদি আমার প্রথম দিক কার টিউন্সগুলো পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন J ) ।
আপনারা শুনে আনন্দিত হবেন যে, আমার সকল শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় আমি এখন মার্কেটপ্লেসে কাজ করছি। J এখনো খুব ভাল আডভান্স হতে পারি নাই তাই ক্লাইন্টএর কাজ এর চেয়ে নতুন নতুন কাজ শেখায় সময় দিচ্ছি। তবে ক্লাইন্টদের সাথে লাইভ কাজ করছি যাতে পরে অভিজ্ঞতার কমতি না থাকে।
অনলাইনে কাজ করবেন! ভাল কথা। তো ইংরেজি ভাষা টা কেমন পারেন? কি ভরকে গেলেন হঠাৎ এরকম প্রশ্ন কেন করলাম? হা ঠিকই তো বলেছি।
ইংরেজি নলেজ টা একবার জাচাই করে দেখেন তো কেমন দক্ষতা আছে বিষয় টায়? আমি অনেকে উত্তর দিবেন ইংরেজি নিয়ে সমস্যা নাই। আবার অনেকে হয়ত বলবেন ভাই ইংরেজিতে দু
র্বল। L
ইংরেজিতে দুর্বল তাহলে কাজ করবেন কিভাবে? কার কাজ করবেন? বায়ার এর প্রয়োজন যদি আপনি না বুঝেন তাহলে কিভাবে কি করবেন একবার ভেবে দেখুন!!! :O ধরুন আপনি মোটামুটি কাজে দক্ষ তাই কাজ করবেন বলে বিড করলেন। প্রথমেই তো আপনাকে একটা কভার লেটার লিখতে হবে সেইটা কিভাবে লিখবেন? নিশ্চয়ই জানেন যে, অন্যের কপি-পেস্ট করা লেটার জমা দিলে আপনার একাউন্ট বাতিল হয়ে যেতে পারে। আচ্ছা ধরলাম আপনি কভার লেটার টা কষ্ট করে লিখলেন এবার বায়ার যদি আপনাকে ইন্টার্ভিউতে ডেকে কাজের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করে তখন তো নিশ্চয়ই কেউ আপনাকে উত্তর গুলো বলে দিবে না! বায়ারের প্রশ্ন করার সাথে সাথে আপনাকে উত্তর দিতে হবে।
এই অভ্যাসটা বায়ার রা খুব পছন্দ করে। কারন আপনি যত তারাতারি রিপ্লে দিবেন তার সময় বাচবে। আর আপনি যদি একটা বাক্য বুঝতে না পেরে মাঝে মাঝেই পুনারায় বলেন I couldn’t understand what do you mean by (……………..) this line? তখন সে ব্যপার টা কিভাবে নিবে? তার কি অত সময় আছে আপনাকে বারবার এক কথার উত্তর দেয়ার? আপনার সাথে কথা বলেই সে বুঝে ফেলবে আপনি উক্ত কাজে দক্ষ না। আমরা বাঙালি তাই অনেক সময় হয়ত না বুঝেই বলবো হা আমি বুঝেছি, হা আমি করতে পারবো, কোন চিন্তা কইরেন না, হেন তেন। অথচ কাজ করার সময় দেখলেন একটা ছোট্ট ব্যপার আপনি বুঝতে পারছেন না।
তখন আপনি কি করবেন? তাই আপনার উচিত ছিল যখন কাজ বুঝে নিয়েছেন তখনই সমস্যা গুলো হাইলাইট করে রাখা।
আমার নিজের একটা অভিজ্ঞতা বলি। যদি সময় থাকে তাহলে সাথে থাকুন।
আমার প্রথম ক্লাইন্ট (এখনো কাজ করায় আমাকে দিয়ে)। ৮ ডলারের একটা ছোট্ট কাজ।
এই ধরেন ৩ আওয়ার লেগেছে কাজটা করতে। নতুন বলে ৩ ঘন্টা লেগেছে এখন হলে ১ ঘণ্টায় করে দিতে পারতাম। তো প্রথম কাজটা করে দিলাম। বায়ার খুব খুশি। ফিডব্যাক দিয়ে বলল তোমার চেয়ে অনেক দক্ষ কন্ট্রাক্টর আমার হাতে আছে কিন্তু তাদের সাথে যোগাযোগ করে আরাম পাই না।
>>>>> চিন্তা করেন, এরকম কথা শুনলে কার না ভাল লাগে!
তাই কাজ শিখছেন / করছেন ভাল কথা তবে সাথে সাথে ইংরেজিতে দুর্বল মানে ক্লাইন্ট কমুনিকেশনে সমস্যা থাকলে সেটা সমাধানের চেষ্টা করুন। না হলে অনেক সময় অনেক ভাল কিছু পেতে গিয়েও হারিয়ে ফেলবেন। এখনিই তো শেখার সময়। তাই না!!!!
আমি মুহাম্মদ দেলোয়ার হোসাইন বাপ্পি, সেই শুরু থেকে এখনো চেষ্টা করছি নিজেকে একজন সফল ফ্রিলান্সার হতে। সাথে আপনারাও এগিয়ে যান।
আমাদের দেশের লাল সবুজ পতাকা টাকে বিশ্ব দরবারে উপস্থাপন করুন বীরবলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।