এবার একই চলচ্চিত্রে একসঙ্গে হাজির হচ্ছেন ঢালিউডের তিন সুপার হিরো শাকিব খান, ফেরদৌস ও ডিপজল। চলচ্চিত্রের শিরোনাম 'লাট্টু কসাই'। এটি নির্মাণ করেছেন পি এ কাজল। এর আগে শাকিব ও ডিপজল একসঙ্গে অভিনয় করলেও ফেরদৌসের কখনো ডিপজলের সঙ্গে কাজ করা হয়নি। কিংবা তারা তিনজন একই চলচ্চিত্রে কাজ করেননি।
গল্পে দেখা যাবে ডিপজল একজন সামান্য কসাই থেকে কীভাবে নেতৃস্থানীয় ব্যক্তিতে পরিণত হন। আর শাকিব হচ্ছেন একজন প্রতিবাদী যুবক। সমাজের উপরতলার মানুষের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাদের রোষানলে পড়েন তিনি। অন্যদিকে বস্তির ছেলে ফেরদৌস বস্তিতে থেকে নানা অপকর্ম করে বেড়ায়। এক সময় শাকিবের সংস্পর্শে এসে ভালো মানুষে পরিণত হয় এবং অন্যায় রুখতে শাকিবকে সহযোগিতা করে সে।
নির্মাতা বলেন, সমাজে একদল লোক ক্ষমতা কুক্ষিগত করে অন্যদল তাদের প্রতিরোধে এগিয়ে আসে। এমনই একটি সমাজ সচেতনতামূলক গল্পকে বিনোদননির্ভর করে নির্মিত হয়েছে 'লাট্টু কসাই'। গতকাল চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। নতুন বছরের শুরুতে এটি মুক্তি দেওয়া হবে। এর গল্প লিখেছেন নির্মাতা নিজেই।
সংলাপ রচনা করেছেন যোশেফ শতাব্দী। অন্য অভিনয় শিল্পীরা হলেন- মুনমুন, শাহনূর, আরিফুল হক, মরহুম নাসির খান, ইলিয়াস কোবরা, শিশুশিল্পী সেতু প্রমুখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।