আমাদের কথা খুঁজে নিন

   

ুখ তুমি কোথাই

নই আ , লীগ ,নই বি এন পি নই জামাত শিবির , প্রতিটি মুসলমানের ওছিৎ কুরআন এবং হাদিস কে অনুসরণ করা সুখ! তুমি কোথায় থাকো? কোন সে অচিন গায়? আমি তোমায় খুঁজে বেড়াই, হেথা থেকে হোথায়। সুখ!কেনো করো এতো লোকোচুরি? দেওনা দেখা সহজে। ক্লান্ত আমি, সারা জগত তোমায় খুঁজে,খুঁজে। আমি তোমায় খুঁজেছি, সবুজ পাতার সবুজতায় শিশির ভেজা পদ্মপাতায়, নদীর স্রোত ধারায়। বুনো ফুলের মাদকতায়, ঝরা পাতার মেলায় রাখালীয়ার বাঁশির সুরে, মায়ের আঁচল ছায়ায়। কিন্তু তুমি কোথায়? খুজেছি আমি,শুধুই খুঁজেছি তোমায়। জোছনা ধোয়া রাতের আলোয় কলকল নদীর মোহনায় খুঁজেছি আমি শুধুই তোমায়! কিন্তু তুমি কোথায়? তুমি থাকো মনের মাঝে একান্তই ভিতরে? তোমার বসবাস কি শুধুই অন্তরের অন্তরে? তুমি কি থাকো ঐ সে মুয়াজ্জিনের মধুর সুঁরের ভেলায়? কিংবা জায়নামাজের পবিত্রতায়? খুঁজেছি আমি,শুধুই খুঁজেছি তোমায়। কিন্তু তুমি কোথায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।