আমাদের কথা খুঁজে নিন

   

নাটোর-১ আসন নিয়ে হাইকোর্টে রিট

নাটোর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আযাদকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সরকারিভাবে ঘোষণা না করতে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। স্থানীয় জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি আবু তালহার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট গোলাম মহিউদ্দিন রবিবার রিটটি দায়ের করেন।

একই সঙ্গে নাটোর-১ আসনে প্রার্থী আবু তালহার মনোনয়নপত্র কেন বৈধ করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। একইসঙ্গে ওই আসনে আবার নির্বাচনের নির্দেশনা চাও্য়া হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, নির্বাচন কমিশন, নাটোর জেলা রিটার্নিং অফিসার ও এডভোকেট আবুল কালাম আযাদকে বিবাদী করা হয়েছে।

ওই আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও বর্তমান এমপি আবু তালহা মনোনয়ন পত্র জমা দিলে ঋণ খেলাপি হিসেবে তার মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং অফিসার। এছাড়া এ আসনে অপর আরও একজন প্রার্থীরও মনোনয়ন বাতিল হলে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আযাদকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়। এ ব্যাপারে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জাফর উল­াহ বলেন, হাই কোর্টের কোন নির্দেশনা আমরা পাইনি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।