আমাদের কথা খুঁজে নিন

   

ডেল স্টেইনকে সরিয়ে শীর্ষে ফিল্যান্ডার

আইসিসির টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে স্বদেশী স্পিডস্টার ডেল স্টেইনকে সরিয়ে শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকান পেইসার ভারনন ফিল্যান্ডার। টানা ১৮৬ ম্যাচ র‌্যাংকিংয়ের শীর্ষে থাকার পর ফিল্যান্ডারের কাছে জায়গা হারালেন স্টেইন।

জোহানেসবার্গ টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট নেন ফিল্যান্ডার। দ্বিতীয় ইনিংসেও এই ডানহাতি পেইসারের শিকার তিন উইকেট।

অন্যদিকে দুই ইনিংস মিলিয়ে ডেল স্টেইনের শিকার মাত্র এক উইকেট।

উল্লেখ্য, ফিল্যান্ডারের সংগ্রহ ৯১২ রেটিং পয়েন্ট। ৮৯০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন স্টেইন। তিন নম্বরে থাকা শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের সংগ্রহ ৮৩১ পয়েন্ট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।