আমাদের কথা খুঁজে নিন

   

৫ জানুয়ারীর ফুটবল ম্যাচের বর্ণনা

উরন্ত চিল

৫ জানুয়ারী বাংলাদেশে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাছে। সাধারণত এরকম ম্যাচে একাধিক দল অংশগ্রহণ করলেও এবার কিন্তু একটি মাত্র (আয়োজক) দলই অংশ গ্রহণ করবে!টুনামেনটে সকল আয়োজন এখন প্রায় সম্পন্ন। মাঠ কেটে কুটে পুলিশ ও বিজিবি দিয়ে লেভেল করা হয়েছে ইতমধ্যে সামরিক বাহিনী কেও তলব করা হয়েছে। খেলা দেখার জন্য অনেক ডোল,তবলা মাইক বাজালে ও দর্শকদের সারা একদম মিলেনি তবে আয়োজক দলের একজন বন্ধু দর্শক হিসাবে আসার সম্বাভনা রয়েছে। উল্লেখ্য যে ঐ বন্ধুর পরামর্শেই তারা এই পাতানো খেলার আয়োজন করেছে।

খেলা শুরুর আগেই খালি মাঠে ইতিহাসের বিপুল পরিমাণ গোল দেয়ার সব রেকড বেঙ্ঘেগেছে। খেলায় জেতার জন্য যত গোল দরকার তা পূর্ণ হওয়া ও ফাকা মাঠে গোল করা দলের প্রধানের শিকারেক্তি সত্তেও রেফারি মি গেলাম দলটিকে অপেক্ষায় রেখেছে ৫ তারিখের জন্য। কারন রেফারি মি গোলাম একটু সৎ থাকার চেষ্টা করছেন। উক্ত তারিখে ম্যাচ হোক আর নাই হোক রেফারির পক্ষপাত সহ নানান কারন দেখিয়ে সাম্বাব্য সব দল ম্যাচ বয়কট করেছে অনেক আগেই। এদের মধ্য আয়োজক দলের একজন অন্নতম অবিজ্ঞ “কাকা” নামের খেলোয়াড়ও অপ্রীতিকর অবস্তার কারন দেখিয়ে ম্যাচে অংশগ্রহণ থেকে বিরত আছে।

কেউ কোন সমজতার পথে আসছে না এমতাব বস্থায় বলতে হয়। “যেখানে সমজতা অস্মভাব সেখানে একটি ভয়ানক সংঘাত অনিবার্য”।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।