আমাদের কথা খুঁজে নিন

   

৫ জানুয়ারির পর আ. লীগের অস্তিত্ব বিপন্ন: নোমান

মঙ্গলবার বিরোধেী জোটের পঞ্চম দফা অবরোধের শেষ দিনে চট্টগ্রামে নগর বিএনপি কার্যালয়ের সামনে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
নোমান বলেন, “৫ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হবে। তখন তাদের অবস্থা হবে ’৭৫ এর বাকশাল-পরবর্তী সময়ের মত।
“বাকশাল বিলুপ্তির পর পুনরায় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা পেতে আওয়ামী লীগের অনেক বছর লেগেছিল। ”
বিএনপির এই নেতা বলেন, “সংসদীয় গণতন্ত্রে ‘প্রহসনের’ নির্বাচন করতে চাইলে একটি ‘গৃহপালিত বিরোধী দল’ প্রয়োজন হয়।

কিন্তু সরকার সেটাও করতে পারেনি। ”
সরকারের শর্ত না মানলে এরশাদের মুক্তি অনিশ্চিত দাবি করে তিনি বলেন, “সরকারের শর্ত হচ্ছে পাতানো নির্বাচনে নিয়ে সহযোগিতা করা। তাই নির্বাচনে অংশ নিতে সব সুযোগ এরশাদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
“সরকারের হাসপাতাল নামক সাব-জেল থেকে এরশাদ মুক্তি পেলে তার মুখ থেকেই জাতি জানতে পারবে জাতীয় পার্টি ভাঙ্গার কারণ। ”
নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সাত্তার।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।