আমাদের কথা খুঁজে নিন

   

muktagachanews.blogspot.com মুক্তাগাছায় গণহত্যার স্মৃতি হারিয়ে যাওয়ার পথে

.....Rest on one's oars

মুক্তাগাছা সংবাদদাতা : ১৯৭১ পাকবাহিনী সালে মুক্তাগাছা পৌর এলাকার ঈশ্বরগ্রাম মাঝিপাড়ায় একই বাড়ির ৫ জনকে গুলি করে হত্যা করে । সরকারী বেসরকারী ভাবে এই স্থানে স্মৃতি স্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়া হলেও নিহতের স্বজনদের জমি দানে অনীহার কারণে স্মৃতিস্তম্ভ নির্মাণে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে । জানা যায় , পাকহানাদার বাহিনী মাঝিপাড়ার কেরাল চন্দ্র দাস, ছোট বিরেণ , বড় বিরেণ , দীগেন্দ্র চন্দ্র দাস ও ঠাকুর দাসকে ৭১’সালে তাদেরই বাড়ির সামনে লাইনে দাড় করিয়ে গুলি করে হত্যা করে । মুক্তিযুদ্ধের এই স্মৃতি ধরে রাখতে দুই হাজার সালের পর থেকে কয়েক দফায় সরকারীভাবে উদ্যোগ নেয়া হয় ঘটনাস্থলে স্মৃতিস্তম্ভ নির্মাণের । শহীদদের বংশদ্ভুতরা জমি দিতে অস্বীকার কারায় মুছে যেতে বসেছে ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি ।

জানা যায় , ঘটনাস্থলের জমির মালিক এখন শহীদদের ওয়ারিশ কার্তি দাস ও বেঙ্গু চরণ দাস । তারা ইতিমধ্যে ঐ জমি ভাগাভাগি করে নিয়েছেণ । স্মৃতিস্তম্ভ নির্মাণে আগ্রহী মুক্তিযোদ্ধা সংসদ সরকারী সংশ্লিষ্ট বিভাগ কয়েকদফা উদ্যোগ নিয়েছেন এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের । শহীদদের ওয়ারিশরা একচুল পরিমাণেরও জমি দিতে নারাজ । মুক্তাগাছা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এড. ইদ্রিস আলী জানান , সারকারীভাবে মুক্তাগাছার প্রায় সকল বদ্ধভূমি ও হত্যার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে ।

শুধু এখানেই ঘটছে ব্যাঘাত । তিনি আরও জানান, এখানে স্মৃতিস্তম্ভ না হলে নতুন প্রজন্মের কাছে স্মৃতি হারিয়ে যাবে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।