Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality
; জি আপনি ঠিক শুনছেন। বিগত পাঁচ বছরে আমার সম্পদ ফুলে ফেঁপে ৫ গুণ। আমি ঠিক হিসাব রাখি নাই, ১০ গুণ ও হইতে পারে!
আশ্চর্য হচ্ছেন? না রে ভাই তেমন কিছু না। অতীতে সম্পদ বলতে আমার একটা 'ভুঁড়ি' ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে কি না বলতে পারতেছি না। বিবাহ করলে, ছবি ভাল আসার জন্য ভুঁড়ি কমানোর কিঞ্চিৎ প্ল্যান আছে।
তবে যা বলছিলাম, ভুঁড়ি আমার দিন কে দিন বেড়েই চলছে। বড় বেয়াড়া মশায়! এই সম্পদ বেড়েছে দেখে এবার নির্বাচন কমিশন ও আমাকে নির্বাচন করতে দেয় নাই। শুনতেছি খুব শিঘ্রই দুদক এবং রাজস্ব বিভাগ আমারে নিয়া বিচারে বসবে!
তবে মাল মামা আমাকে নিয়া ঠিক কথাই বলেছেন। তিনি শুধান , খাওয়ার ক্ষমতা থাকলে সম্পদ(ভুঁড়ি) বাড়বে এটাই স্বাভাবিক। শুধু কাজে তার কথা নিয়া সংবাদ মাধ্যম নিন্দা চর্চা করছে! এমনেতেই লোকটা নিজ সচিবালয়ের লিফটে উঠতে পারেনা বলে শুনেছি।
লোকে বলে সেখানে নাকি লেখা আছে 'মাল, বহন নিষেধ। ' দুষ্টু আর দুষ্টু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।