আজ ৫০ বছরে পা দিচ্ছে বাংলাদেশ টেলিভিশন। এ উপলক্ষে আজ রয়েছে শুভসূচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলাদেশ টেলিভিশনের প্রথম মহাপরিচালক জামিল চৌধুরী। আজ বিকাল ৩টায় অনুষ্ঠান শুরু হবে রামপুরার বাংলাদেশ টেলিভিশনের শহীদ মনিরুল আলম মিলনায়তনে।
অনুষ্ঠানের শেষে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ টেলিভিশন যাত্রার শুরু থেকে বাংলাদেশের সংস্কৃতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। বিশেষ করে বিটিভির নাটকগুলো এখনো কালজয়ী। সেসব নাটকে কুশীলবরা এখনো উজ্জ্বল হয়ে আছে। বিটিভির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে কালজয়ী সব অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্তরা আজ উপস্থিত থাকবেন।
তারা নিজেদের বর্ণাঢ্য জীবনের সঙ্গে বিটিভির সম্পৃক্ত নিয়ে স্মৃতিচারণ করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।