আমাদের কথা খুঁজে নিন

   

চাই দালাল এবং সিন্ডিকেট মুক্ত ব্লগ

যা দেখি,শুনি,অনুভব করি, আমি স্বপ্নি। তাই গল্পে রুপ দিতে চাই...............

তিন বছর পাঁচ মাস আগে যখন প্রথম সামুতে আসি তখন অনেক ভাল ভাল ব্লগার ছিলেন। যাদের লেখা পড়ে হতবাক হয়ে যেতাম, ভাবতাম একটা মানুষ কিভাবে এত ভাল লিখতে পারে, অনেক শিক্ষা ছিল তাদের কাছ থেকে আমার। অন্যায়ের বিপক্ষে দলমত নির্বিশেষে তাদের অনেকেই ছিলেন সোচ্চার। কিন্তু এখন সামুতে কি হচ্ছে? পুরো ব্লগ দালাল আর সিন্ডিকেট দিয়ে ভর্তি।

এদের জ্বলায় ভাল ভাল ব্লগারেরা ব্লগ ছেড়েছে। এখন তো কিছু নিম্নবর্গীয়, এমন সব ব্লগার এসেছে যাদের নিজেদের কিছু লেখার মুরোদ নেই। সারাটা দিন পক্ষের পোস্ট গুলোতে বাহবা/ ভূল তথ্য দিয়ে বেড়ায় আর বিপক্ষের পোস্টে গালি। এইসব পক্ষে কিংবা বিপক্ষের পোস্টে গিয়ে ভেড়া/ ছাগলের পালের মত, দলে দলে কমেন্ট, লাইক, শেয়ার, গালাগালি দিয়ে চলে আসে। দলে দলে ভোট দেয়ার মত করে।

এদের কাজকর্ম দেখলে নিজেকে ব্লগার ভাবতে লজ্জা লাগে। এদের আসলে এতটুকু বিবেচনা করার বোধ নেই, আমি কি বলছি আর কি করছি। এই দিক থেকে সব থেকে বেশি এগিয়ে আছে পাকিপন্থী ছাগুর দল। এদের একটা বিশেস্বত্ব হল গন্ডারের চামড়াও এদের চামড়ার চেয়ে পাতলা। যত লাথথি উষ্টা খাক, এদের কাজ এরা করেই যাবে, মান ইজ্জত কম।

এদের আবার একেক জনের কয়েকটা করে মাল্টি নিক, একজনকে ধরলে সাথে সাথে আরো ২/৩ টা দালাল/মাল্টিনিক এসে ধরে ফেলে। এদের একেকটা পোস্ট, দালাল সিন্ডিকেট আর মাল্টি নিকের কল্যানে হয়ে যায় হিট। কর্তৃপক্ষের কাছে আমার বিশেষ অনুরোধ, সুস্থ, সুন্দর ব্লগিং এর জন্য এই সব পেইড/ আন পেইড দালালদের চিহ্নিত করে তাদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিন। ব্লগ হয়ে উঠুক জ্ঞানার্জন, সচেতনতা এবং সুন্দর জীবনের জন্য।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।