না, আপনাকে আমি সেভাবে চিনতাম না, যেরকম করে সচরাচর মানুষ মানুষের বন্ধু হয়ে উঠে। অথচ আজ বিকেলে ব্লগে ঢুকেই আপনার মত্যুর নিউজটা চোখে পড়লো আর কেমন যেন স্থির হয়ে গেলাম, অনেকক্ষন....
কে আপনি? কি সম্পর্ক আপনার সাথে? না, বলার মতো কোন ঘটনা বা সম্পর্ক আপনার সাথে আমার ছিলোনা, তবুও আপনার মৃত্যু আমাকে দারুনভাবে নির্বাক করে দিয়েছে । সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়লাম, ঘুম ছিলোনা চোখে, কেমন যেন সবকিছুকে ভিন্ন ভাবে ভাবতে লাগলাম। ব্লগেই আপনার লেখা পড়েছি, মনে হতো এত চমৎকার ভাবে মানুষ লিখে কিভাবে? মুগ্ধ হয়ে পড়তাম, কখনো কখনো ২/১ টা কমেন্টসও করতাম। চিনি না , জানিনা তবুও আপনাকে আমি অনেক বড় কোন লেখক মনে করতাম।
হয়তো আমার মতো ব্লগের অনেকেই তাই ভাবতো।
আজ আমাদের সব ভাবনাকে পেছনে ফেলে, এই পৃথিবীর সব মায়া কাটিয়ে আপনি অচেনা জগতের বাসিন্দা। অবাক লাগছে! এত কাছে মৃত্যু আমাদের !! এভাবেই কোন নোটিশ না দিয়েই সবাই চলে যায়, সবাই।
ইমন জুবায়ের ভাই ভালো থাকুন সেই অচেনা জগতে। আমরাও আসছি আজ অথবা কাল বা পরশু।
আপনার আত্মা শান্তি পাক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।