আমাদের কথা খুঁজে নিন

   

CA or ACCA সম্পর্কে জানতে চাই।আশা করি সাহায্য করবেন।

সকালের স্নিগ্ধ বাতাস মনে দেয় শান্তি, দুপুরের সূর্যটা মিষ্টি করে হাসে, রাত্রের আকাশে চাদ মামা দেখা দেই আকাশটা তখনই সকলের চোখে পরে যাই.........

আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে BBA ১ম সেমিস্টারে এ পড়তেছি । আমার ইচ্ছা আমি বিবিএ এর পর CA or ACCA course করব । কিন্ত CA অথবা ACCA সম্পর্কে আমার কোন ইনফরমেশন জানা নেই। তাই আপনাদের সাহায্য চাই। আশা করি ছোট ভাইকে সাহায্য করবেন।


১। CA or ACCA এর মধ্যে কোনটি বর্তমানে ভাল।
২। BBA complete করে CA or ACCA করলে ভাল নাকি MBA করার পর ভাল?
৩ । A rating firm এ ভর্তি হওয়া যাবে কিভাবে ?
৪ ।

Firm এ ভর্তি হতে কি Admission test দিতে হবে ?
৫ । ACCA or CA complete করতে কত বছর লাগে?
৬ । CA or ACCA করার সময় আমি যদি অন্য কোন কাজে যুক্ত না থাকি ও ভাল করে study করি তাহলে CA complete করতে কত বছর লাগবে ?
৭। Total cost কত লাগতে পারে ?
৮ । CA or ACCA complete করে কি ধরণের job পাওয়া যাবে ?
৯।

MBA এবং CA যদি বাহিরে কোথাও গিয়ে করি তাহলে কেমন হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।