আমাদের কথা খুঁজে নিন

   

‘২৯ ডিসেম্বর খালেদার পরাজয়ের দিন’

দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিনে ফরিদপুরের ভাঙ্গায় এক সমাবেশে এ কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যে দিনে আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, সেই ২৯ ডিসেম্বর খালেদা জিয়া ঢাকায় সমাবেশে ডেকেছেন।

“২৯ ডিসেম্বর উনার পরাজয়ের দিন। ওইদিন উনি কি আন্দোলন করবেন? মানুষ হত্যার দায় উনাকে নিতে হবে। ”

ভাঙ্গার বালুর মাঠে এই জনসভায় ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফরউল্লাহর পক্ষে ভোট চেয়েই দলের পক্ষে নির্বাচনী প্রচার শুরু করলেন শেখ হাসিনা।



সকালে সড়ক পথে ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।

তার গাড়িবহর মুন্সীগঞ্জের মাওয়াঘাটে পৌঁছালে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসসহ স্থানীয় নেতারা তাকে স্বাগত জানান।

পরে ফেরি কলমিলতায় চড়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা হন প্রধানমন্ত্রী।

বৃহস্পতি ও শুক্রবার ফরিদপুর, গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জে আওয়ামী লীগের ছয়টি জনসভায় অংশ নেবেন দলীয় সভানেত্রী। এ নিয়ে প্রতিটি স্থানেই চলছে ব্যাপক প্রস্তুতি।

এলাকার নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে।

ভাঙ্গা চৌরাস্তার বালুর মাঠের জনসভার পর সদরপুর স্টেডিয়ামেও বক্তৃতা করেন শেখ হাসিনা।

এরপর গোপালগঞ্জের টুঙ্গীপাড়া জিটি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং শুক্রবার গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজ মাঠ, লৌহজং কলেজ মাঠে এবং শ্রীনগর স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় ভাষণ দেবার কথা রয়েছে তার।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।