আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বৃস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ২৮ ডিসেম্বর বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই ইশতেহার ঘোষণা করবেন।
নবম সংসদ নির্বাচন সামনে রেখে ২০০৮ সালে ১২ ডিসেম্বর ‘দিনবদলের সনদ’ শিরোনামে দলের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন শেখ হাসিনা, যা সেই সময় ব্যাপক সাড়া ফেলে এবং ভোটে বিপুল বিজয় পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে।
ওই ইশতেহারে ‘রূপকল্প ২০২১’ শিরোনামে বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা।
২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মধ্যে ওই পরিকল্পনা বাস্তবায়নই ছিল আওয়ামী লীগের গতবারের নির্বাচনী প্রতিশ্রুতি।
এবার শেখ হাসিনা নির্বাচনের মাত্র আট দিন আগে ইশতেহার ঘোষণা করতে যাচ্ছেন। বৃহস্পতিবারই তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন।
তবে বিরোধীদলের বর্জনের কারণে ইতোমধ্যে ১৫৪টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। ফলে ৫ জানুয়ারি ভোট হবে বাকি ১৪৬টি আসনে।
ইতোমধ্যে ফয়সালা হয়ে যাওয়া ১৫৪ জনের মধ্যে ১২৭টি আসনে আওয়ামী লীগ, ২১ আসনে জাতীয় পার্টি, জাসদ ৩, ওয়ার্কার্স পার্টি ২ ও একটি আসনে জেপির প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
বিরোধী দল বিএনপিকে নির্বোচনে আনতে এর আগে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের মধ্যস্ততায় প্রধান দুই দলের মধ্যে সংলাপ শুরু হয়। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়ে যাওয়ার পর ক্ষমতাসীন দলের নেতারা বলতে শুরু করেন, ১৫৪ আসনের ফয়সালা হয়ে যাওয়ায় ইতোমধ্যে একাদশ সংসদে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগ জোটের জন্য তৈরি হয়ে গেছে। ফলে এখন আলোচনা করতে হলে তা হতে হবে পরের নির্বাচন নিয়ে।
এদিকে এই নির্বাচনকে ‘একতরফা’ আখ্যায়িত করে ভোট ঠেকাতে আগামী রোববার ঢাকামুখী অভিযাত্রা ও সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এ কর্মসূচিতে বাধা দিলে পরিণতি ভয়াবহ হবে বলেও তিনি সরকারকে হুঁশিয়ার করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।