নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর মত দু চোখ দিয়ে ঠিকরে বেরোয় জীবনের প্রতি অথবা জন্মানোয় প্রবল ঘৃনা
হ্যা এখানে
এক কালো ক্যানভাস
কালো রঙেই অঙ্কিত সব
কিছু প্রিয় মুখ
জীবনের কিছু ভুল সমীকরন
কিছু স্বপ্ন
আর কারো অস্তিত্ব
.
হ্যা এখানে
রক্তাক্ত হৃদয়ে
বসবাস অন্য কারো
পুরোটা জুড়ে তারই অবয়ব
অতঃপর !
বিষাদ তিক্ত অনুভূতী
আর ভোতা যন্ত্রনায় কাতর
.
হ্যা এখানে
আজন্মের ঘুম
জেগে থাকা প্রতিটি রাত
সাক্ষী হয়ে থাকা চাঁদ
অথবা নিকোষ অন্ধকার
ঝড়ে পড়া অশ্রুর
অভীমানে আর
স্বপ্ন ভাঙ্গনের যন্রনায়
.
হ্যা এখানে
ঠিক এখানটায়
তোমাকে রাখা যতনে
চেয়েছিলাম তোমার পায়ের কাছে
এনে দেবো পৃথীবির সমস্ত সুখ
অথচ আমি বন্ধি
এক ভাগ্যের ফ্রেমে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।