খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে
"
বিজনেস বন্ধ রাখা যায় , কিন্তু মুরগীর ডিম পারাতো বন্ধ করা যায় না "
এটা আমার কথা নয়; এটা পোল্ট্রি মালিকদের কথা; টিভি নিউজে দেখলাম তারা রাস্তায় মুরগীর বাচ্চা নিয়ে আন্দোলন করা শুরু করছে ; তাদের এক কথা এক দাবি এই হরতাল , অবরোধে তাদের মুরগীর ডিম পারা বন্ধ হয় নাই অথচ তারা সাপ্লাই দিতে পারতাছে না; এত ডিম নষ্ট করা আসলে ঠিক না; ডিম আমাদের মত ব্যাচেলরদের প্রিয় জিনিস। অনেক ভালা পাই আমরা।
তাইতো, আমিও এই আন্দলনের সাথে সহমত ঘোষণা করলাম; আর বললাম " সেভ দ্যা চিকেন,সেভ দ্যা চিকেন আণ্ডা "
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।