আমাদের কথা খুঁজে নিন

   

আমিন-জানভীর 'না বলা ভালোবাসা'

এসএটিভিতে আজ বিকাল ৩টায় প্রচার হবে চিত্রনায়ক আমিন খান ও জানভী অভিনীত বিশেষ টেলিফিল্ম 'না বলা ভালোবাসা'। টেলিফিল্মটির গল্প রচনা করেছেন আমিন খান নিজেই। আমিন খান বলেন, 'এই টেলিফিল্মের গল্পটি আমার স্বপ্নের একটি গল্প। গল্পটির শেষ মুহূর্তটি নিয়েই আমি অনেক দিন বেশ ভাবনায় ছিলাম। পরে এক দিন গল্পটি হঠাৎই শেষ করি।

অনেক চমৎকার একটি গল্প। আশা করি, দর্শকের অনেকে ভালোলাগবে। ' জানভী বলেন, 'এসএটিভি কর্তৃপক্ষ এরই মধ্যে টেলিফিল্মটির ভূয়সী প্রশংসা করেছেন। আমার বিশ্বাস, দর্শকের কাছেও 'না বলা ভালোবাসা' অনেক ভালোলাগবে। আমিন ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ যে তিনি আমাকে অভিনয়ে অনেক সহযোগিতা করেছেন।

' স্পর্শ টেলিমিডিয়া প্রযোজিত 'আমি তুমি সে' টেলিফিল্মে জানভী প্রথম অভিনয় করেন। 'না বলা ভালোবাসা' তার দ্বিতীয় টেলিফিল্ম। জানুয়ারিতে জানভী শুরু করতে যাচ্ছেন তার প্রথম চলচ্চিত্র স্পর্শ টেলিমিডিয়া প্রযোজিত 'জানে না এ মন' ছবির কাজ। ছবিটিতে তার নায়ক হিসেবে আছেন চিত্রনায়ক ইমন। এরই মধ্যে ছবিটির গানের কাজ প্রায় শেষের দিকে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।