Dying is an art like everything else: Silvia Plath
দুখিসন্ধ্যায় দেখেছিলে 'জিরাফের গ্রীবা?' নাকি এক মরাকাক
পড়েছিল উঠোনে তোমার? কোনো অশরীরী কোলাহল শুনেছিলে বুকে?
কি অপূর্ব কৌশলে ঝুলে যায় জ্যান্ত বাদুড় হাজার ভোল্টেজ তারে এরকম
ট্রাপিজির খেলা দেখেছিলে? ম্যাকবেথ-ডাইনিরা তারার শহর থেকে নেমে এসেছিল
সেই রাতে-তোমার শুনশান ঘরে? কি বিকট ভয়াল গান গেয়েছিল তারা :
জীবনের মানে এক শূন্য প্রাসাদ! এবং তখন বুকের মধ্যে ঢুকে গেল
কালো-কাঁচপোকা!- চলে এলে ছাদে-রেখেছিলে হাত ব্ল্যাকহোল-ম্যাগনেট
কার্নিশে। তারার আকাশ তখনো ভ্যানগঘ-লাটিমের মতো ঘুরছে বনবন সৌরজগৎ!
স্মৃতির শহর জুড়ে ক্রমাগত দাবানল-আগুন আগুন! এবং ঘাতক বাতাস
'মোবিডিক'-এর খোড়া ক্যাপটেনের ছোড়া হারপুনের মতো উড়ে এসে বিঁধে গেল
তোমার বুকের খাঁচায়-বাল্মিকীব্যাধ আহত করল এক সরল সারস!
-থরথর কেঁপে ওঠে রূপসার নিরিবিলি এ্যাঞ্জেলফিশ! কাটা মুরগির মতো
দাপাদাপি করে-ঝুলে পড়ে!
হা লিলি! হা প্রেম!! হারে জীবন!!!
আমাদের প্রতিপল প্রতিখন
অমোঘ নিয়তির মতো বিদ্ধ করে এক অবিনাশী বাণ
নাই-নাই পরিত্রাণ!
'মরণরে, তুঁহুঁ মম শ্যামসমান!'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।