আমাদের কথা খুঁজে নিন

   

'ধুম' নিয়া জরিপ



সম্প্রতি মুক্তি পেলো হিন্দী ছবি - ধুম থ্রী। এই ছবির জন্য ভারতীয়রা যতটা না এক্সসাইটেড বাংলাদেশি সিনেমা ভক্তরা মনে হয় কয়েকগুন বেশি এক্সসাইটেড। ফেসবুকে একেকজনে স্ট্যাটাস পড়েতো তাই মনে হলো। বাংলাদেশের হলে মুক্তি পেলে মনে হয় বসুন্ধরা ও যমুনার সামনের রাস্তায় লাইন ধরো।

যাই হোক, আসেন একটা জরিপ করি। ধুম সিরিজের মধ্যে কোন ছবিটা বেশি ভালো হয়েছে আর কোন ছবি ফালতু লেগেছে। এই জরিপে তারাই মতামত দিবেন যারা ধুম সিরিজের ফ্যান বা হিন্দী ছবির ভক্ত। বলিউড বিদ্বেষীরা দয়া করে অংশ নিবেন না।

ধুম সিরিজের কোনটি সেরা ছবি?

ধুম



ধুম-টু



ধুম-থ্রী



কোন ছবিটি ফালতু লেগেছে?

কে পারফেক্ট ধুম ভিলেন?

জন আব্রাহাম / হূতিক রোশন / আমির খান

কে পারফেক্ট ধুম হিরোইন / কাকে বেশি হট লেগেছে?

এষা দেওল / ঐশ্বরিয়া রাই / ক্যাটরিনা কাইফ

অভিষেক বচ্চনকে কোন ছবিতে ভালো লেগেছে?

উদয় চোপড়া কোন ছবিতে বেশি হাসিয়েছে তার 'ফালতু' কমিক সেন্স দিয়ে?

কোন ছবির গান ছিলো বেশি হিট?

কোন ছবিটি ছিলো বেশি স্টাইলিশ?

কোন ছবির কাহিনী ছিলো বেশি বেশি থ্রিলিং?

পরিশেষে,

ধুম সিরিজের কোন ছবিটি আপনি বেশি ইনজয় করেছেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।