ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আজ শুক্রবার সকাল ৬টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে যানবাহন নিয়ে পারাপারের সময় মাঝ পদ্মায় আটকা পড়েছে ৫টি ফেরি।
জানা যায়, গভীর রাত থেকে কুয়াশা পড়তে থাকে। ভোরের দিকে কুয়াশার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার কারণে পারাপাররত ৪টি রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, আমানত শাহ, শাহ আলী ও ভাষা সৈনিক বরকত এবং কে টাইপ ফেরি কপোতী মাঝ নদীতে আটকা পড়ে নোঙর করে আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।