বৃহস্পতিবার রাতে মিরপুরের কল্যাণপুর, দারুস সালাম, রূপনগর, সেনপাড়া, পল্লবী, কাফরুলসহ বিভিন্ন এলাকায় এই অভিযান চলে।
এর মধ্যে কল্যাণপুরের শামীম কমিশনারের বাড়ি এবং মনিপুরের সেনপাড়ায় জামায়াত নেতা মীর কাসেম আলীর ভাই ও ছেলের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সত্তরজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের মিরপুর থানা হাজতে রাখা হয়েছে বলে ওসি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ জানান।
মহানগর পুলিশের মিরপুর জোনের উপ কমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, রাতভর অভিযানে মিরপুরের সবগুলো থানা এলাকা থেকে শতাধিক লোককে আটক করা হয়েছে। পরে তাদের যাচাই বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।
মিরপুর জোনের এডিসি মো. জসিমউদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মিরপুরের মতো রাজধানীর অন্যান্য এলাকাতেও অভিযান চালানো হচ্ছে।
ওসি সালাউদ্দিন আহমেদ বলেন, তার এলাকায় যাদের আটক করা হয়েছে তাদের অধিকাংশই বয়সে তরুণ। ২৯ ডিসেম্বর বিরোধী দলের কর্মসূচি সামনে রেখে তারা বিভিন্ন স্থান থেকে ঢাকায় এসেছে বলে পুলিশকে জানিয়েছে।
৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রায় দুই হাজার অপরাধীর তালিকা নিয়ে বুধবার রাতে রাজধানীতে আইন-শৃঙ্খলা বাহিনীর এই যৌথ অভিযান শুরু হয়।
বৃহস্পতিবার বিকাল পযর্ন্ত যাত্রাবাড়ী, কদমতলী ও ডেমরা এলাকা থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান।
র্যাব, বিজিবি, ডিবি ও অপরাধ তদন্ত বিভাগের ইউনিফর্মধারী পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করছে বলে জানান তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।