আমাদের কথা খুঁজে নিন

   

যদি ভাব সমীরণে নাও সবে নিঃশ্বাস

জেগে থাকা শ্রদ্ধার নিয়ে ফুলঝুরি, যারা দিয়ে গেছ প্রাণ- সেই ত্যাগ অম্লান বিজয়ের ক্ষণে আজ তোমাদের স্মরি।

আল্লাহ্‌র সৃষ্টিতে যদি থাকে বিশ্বাস,
যদি ভাব সমীরণে নাও সবে নিঃশ্বাস।
এক আকাশ তলে সবে করো নিজ বিস্তার,
রাখো যদি বিশ্বাস পরকালে আস্থার।

এক নবী আহমদ মান যদি রাহবার,
আবুবকর ওসমান উমর আলী হায়দার।
ঈমানে আমলে যদি থাকে তব আস্থা,
বেচে নাও তবে কেন এই ভুল রাস্তা।



সৃষ্টিরে ভালবাস যদি চাও আল্লায়,
নত কর তব শির এক সেই স্রষ্টায়।
মিথ্যের পিছে কেন ছুটে চল হরদম,
সত্যের পথে চলা কেন এত দূর্গম।

অর্থের লোভে পড়ে কর হানাহানি সব,
দিনশেষে কোথা যাবে তোমার বিত্ত-বিভব।
ক্ষমতার বাহাদুরি থাকবেনা চিরদিন,
প্রাণবায়ু উড়ে গেলে তুমি তো মূল্যহীন।

একবার ভেবে দেখে সৎপথে চলতে,
আসল সত্যকথা একবার বলতে।


কমবেনা বেশি কিছু যাবেনা তো হারিয়ে,
নিস্তার মিলবে যে ইহকাল পেরিয়ে।

ভন্ডামি ছেড়ে যদি আস সোজা রাস্তায়,
না বিকায়ে নিজ মন এত বেশি সস্তায়।
যেদিন করবে তুমি ও জগতে প্রস্থান,
রেখে যাবে এ ধরায় তোমার অবস্থান।

প্রার্থনাঃ
কুহেলিকা ছেড়ে যেন তোমার পথ ধরে,
যেতে পারি পার হয়ে তোমার রহম পরে।
নিজ গুণে ক্ষমা কর গাফুর রাহীম,
ক্ষমা ও দয়ার তুমি সাগর অসীম।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।