বাঙলা কবিতা ........................... আমি চাই ঝমঝম বৃষ্টির মধ্যে কেউ একজন আমার হাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজুক চারুকলার বকুলতলায়, শাহবাগের মোড়ে কেউ একজন আমাকে বলুক: এই যে শিল্পাচার্য দাঁড়িয়ে আছেন, ইনি আমাদের মুরব্বী, সিগারেট খেও না এখানে বুড়িগঙ্গার সন্ধ্যায়, স্থির বাতিজ্বলা নৌকোগুলোর দিকে যখন আমি উদাস তাকিয়ে ভাববো, কতগুলো বছর কেটে গেল! তখন, আমি চাই, কেউ একজন আঁকড়ে ধরুক নৈঃসঙ্গ্যের শ্যাওলাজমা বাহুমূল আমার আমি চাই, কেউ একজন আমার পাশাপাশি হাঁটুক শহীদ মিনারের সিঁড়িতে; যে খুব হৃদয় দিয়ে জানে ইট-রড-সিমেন্টের এই স্থাপনা প্রাণহীন নয় কেউ একজন, নজরুলের কবরের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে যার গুনগুন গেয়ে ওঠে, 'আমি চিরতরে দূরে চলে যাবো তবু আমারে দেবো না ভুলিতে...' ঢাকেশ্বরী পর্যন্ত না হেঁটেও যার মনে পড়বে কেন এই শহরের নাম ঢাকা কেউ একজন, যে আবারও ভালোবাসবে আমাদের বীরত্ব ও বেদনাগাথার স্মৃতিসৌধে মোড়া এই শহরকে; দু-চার বছরে দু'-একবার ঘুরতে আসার পিকনিক স্পট ভাববে না। এই শহরে, তোমার সাথেই থাকতে চাই আমি যেখানে আমরা ভালোবেসেছিলাম পরস্পরকে, যে শহরকে ভালোবেসেছিলাম আমরা পরস্পর; ...........................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।