আমাদের কথা খুঁজে নিন

   

// কাচঘর : শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

// কাচঘর : শাফিক আফতাব //

আজ সারাদিন তোমাকে ভেবে গেলো
দেহ থেকে প্রেমের প্রাণটুকু কবিতার থলেতে নিয়ে মহাশূন্যের কক্ষপথে পথে, অরণ্যে ঘুরলাম
শূন্যের ভেতরে আমি দিব্যি ধীরে ধীরে হেঁটে হেঁটে হাজির হলাম কাচঘরে
সেখানটায় দেখি__অগণন প্রেমিক, নালিশ নিয়ে হাজির
কারো দাম্পত্য সংকট, কারো যৌতুকসমস্যা, কারো আবার মদ গাজার অভ্যেস, কারো অর্থসংকট
বিচারক আসবেন, ভেবে সবাই জটলা পাকাচ্ছে
আমার অবশ্য তেমন কোনো সমস্যা নেই__আমি প্রেমিক পুরুষ__বিধাতা আমাকে যা দিয়েছেন
তাতেই আমি সুখী__এমন সুখী সেই ধন্যবাদটুকু দেবার জন্য আমি এই কোটি কোটি মাইল পথ হেঁটে
এই রাজদরবারে এসেছি।

হঠাৎ শোনা গেলো এ্যাম্বুলেন্সের চিৎকার, পুলিশের হর্ণ
বিচারক আজ বসবেন না__জলসায়,__
আমি কাচঘর থেকে বেুরতেই দেখি : ঢাকার রাজ পথে সেনাটহল__বিচারক নির্বাচনী কাজে
ব্যস্ত থাকবেন।

সব ফাইল পত্র মুলতবি থাকবে কিছুদিন।
২৭.১২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।