আমাদের কথা খুঁজে নিন

   

আমি না থাকলেও নয়াপল্টনে আসুন

পুলিশ অনুমতি না দিলেও সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে রবিবার রাজধানীর নয়াপল্টনে গণজমায়েতে শরিক হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বিকালে এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'স্বাধীনতা যুদ্ধের বিজয়ের মাসে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামী ২৯ ডিসেম্বর জাতীয় পতাকা হাতে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি অনুরোধ করছি। আমি আশা করি, সব প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা উপেক্ষা করে আপনারা ২৯ ডিসেম্বরের এই সমাবেশে শরিক হবেন। ' দেড় মিনিটের এক ভিডিও বার্তায় বেগম জিয়া নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, 'আমি আপনাদের পাশে আছি, থাকব সব সময়। যদি আমি আপনাদের পাশে থাকতে না পারি, তাহলে আপনারা কর্মসূচি চালিয়ে যাবেন।

এ সরকারের বিদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। নয়াপল্টনে রবিবারের সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না- মহানগর পুলিশের এই ঘোষণার পরপর এই প্রথমবারের মতো ভিডিও বার্তা দিলেন খালেদা জিয়া। পরে দলের পক্ষ থেকে ভিডিও বার্তাটি গণমাধ্যমের কাছে সরবরাহ করা হয়। এর আগে সম্প্রতি অবরোধ চলাকালে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ একাধিকবার ভিডিও বার্তা পাঠিয়েছেন। এদিকে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান (মিডিয়া) সাংবাদিকদের জানান, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সমাবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

গত মঙ্গলবার খালেদা জিয়া এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রবিবার ঢাকা অভিমুখে 'মার্চ ফর ডেমোক্রেসি' কর্মসূচিতে সব পেশার মানুষজনসহ দেশবাসীকে জাতীয় পতাকা হাতে অংশ নেওয়ার আহ্বান জানান।

ভিডিও বার্তায় বিরোধীদলীয় নেতা আরও বলেন, ২৯ তারিখের সমাবেশে শরিক হয়ে এই সরকারের প্রহসনের নির্বাচনে 'না' এবং গণতন্ত্র ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে 'হ্যাঁ' বলতে আহ্বান করছি। এ দেশে আমরা গণতন্ত্র এনেছি, আবারও গণতন্ত্র আনব। ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, বিজয় আমাদের সুনিশ্চিত।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।