আসসালামু আলাইকুম, সবাই কে জানাই শীতের সকালের এক রাশ শিশিরে শুভেচ্ছা। সবাই নিশ্চই ভাল আছেন? সবার ভাল লাগা আর একটু বাড়িয়ে দিতে আর গেমসের পিছনে আর একটু সময় বেশি ব্যয় করাতে আজ আমার আগমন। আজ আপনাদের উপহার দিব "Temple Run Oz" এর অফুরন কয়েনস আর জিমস।
কিভাবে করবেনঃ
১। "Temple Run Oz" টা ইনিষ্টল থাকতে হবে আর না থাকলে প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন, আর না পারলে আমার ব্লগ থেকে ডাউনলোড করে নিন।
এখানে ক্লিক করুন
২। ইনিষ্টল করে গেমস টা রান করবেন না।
৩। এবার ৪-৬ কেবির রার ফাইল টা এখান থেকে ডাউনলোড করে নিন। (মিডিয়া ফায়ার লিঙ্ক)
৪।
এবাই এটা Extract করে ২ টি ফাইল পেষ্ট করুন এই লোকেশনে SDcard/Android/data/com.disney.TempleRunOz.goo/files (Replace file if want).
৫। এবার গেমস টা রান করেন আর Unlimited Coins & Gems উপভোগ করেন।
ইংরেজিতে ইনিষ্টল প্রক্রিয়া দেখতে ঘুরে আসুন এই লিঙ্ক থেকে।
সবাই আমার জন্য দোয়া করবেন যেন প্রতি নিয়ত আপনাদের মাঝে সামান্য কিছু ট্রিকস শেয়ার করতে পারি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।