আমাদের কথা খুঁজে নিন

   

আমি তো মরছি!



>ম্যাডাম, আপনি তো আমার বাচ্চার থেকেও কম খান মনে হয়! ( দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রর মা আমারে বলে)!
> বললাম- তাই না কি?
>উনি বললেন- হ্যাঁ ! আমার বাচ্চা কি সুন্দর করে যা দিবেন তাই খায়, শুনেছি আপনি অনেক কিছুই খান না?
>কিছু বলার আগেই উনি আবার বললেন-
>ম্যাডাম স্কুল খুললে- আমার বাচ্চার টিফিনের সময় আপনি ওর সাথে খাবেন এক সাথে।আমি আপনার জন্যও খাবার পাঠাবো। ওর খাওয়া দেখে যদি আপনি ঠিক মত খাওয়া - দাওয়া করেন তো আরও ভালো!
> ভাগ্যিস আমার খালার মত বলে নাই- তোর হাত-পা বাইন্ধা খাওয়াবো !
** খাইছে তো- আজকে খাওয়ার কথা বলছে- কোনদিন যে রূপচর্চার কথা বলবে- কারন আমার মুখে ব্রণ অ্যাটাক করছে! তারপর যে আর কি বলবে?
ব্যাপক চিন্তিত!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।