আমাদের কথা খুঁজে নিন

   

শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির সপ্তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়াল। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ শনিবার তিনি ও তার মন্ত্রিসভার সদস্যরা মেট্রো করেই বারখাম্বা পর্যন্ত আসেন। এরপর গাড়ি করে রামলীলা ময়দানের পৌঁছন তারা। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে একই মেট্রোয় যেতে হুড়োহুড়ি পড়ে যায় সাধারণের মধ্যে। মেট্রো স্টেশনে ছিলেন অতিরিক্ত সিআইএসএফ জওয়ানেরা।

শপথগ্রহণের পর রাজঘাটে যাবেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী। দুপুর ২টায় মন্ত্রিসভার প্রথম বৈঠক হওয়ার কথা।

এদিকে, অরবিন্দকে অভিনন্দন জানালেও শপথগ্রহণ অনুষ্ঠানে থাকছেন না আন্না হাজারে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।