ঘন কুয়াশায় কারনে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সকাল ১০টায় কাওড়াকান্দি-মাওয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টা থেকেই ঘন কুয়াশার কারনে নৌযান চলাচল বন্ধ হয়ে যায় । এতে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ বন্ধ হয়ে যায়। শত শত গাড়ি আটকা পড়ে নদীর দুই পাশে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘন কুয়াশায় মাঝ নদীতে প্রায় তিন শতাধিক যাত্রীবাহী বাস, অন্যান্য যানবাহন ও পণ্যবাহী ট্রাকসহ আটকা পড়ে চারটি রো রো ফেরিসহ মোট ১৩টি ফেরি।
এ সময় প্রচন্ড শৈত্যপ্রবাহের মধ্যে মাঝনদীতে থাকা ফেরির যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এছাড়া উভয় ঘাটে রাতে ও সকালে আসা যাত্রীবাহী প্রাইভেট কার, বাস, মাইক্রো ও মালবাহী ট্রাকসহ ছয়শতাধিক যানবাহন জমা হয়।
বিআইডব্লিউটিসি'র কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুল বাতেন জানান, রাত ৯টার পর থেকেই নৌরুট ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। ফলে নিরাপত্তাজনিত কারণে বাধ্য হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চালকেরা শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে। কুয়াশার পরিমাণ কেটে গেলে সকাল ১০ টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।