জি মিডিয়া ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ে স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন ফারুক শেখ। শুক্রবার রাতে তার হার্ট অ্যাটাক হয়। শনিবার সকালে মৃত্যুবরণ করেন ওই অভিনেতা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডি অভিনয় শিল্পীরা।
সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন বলেন, “একজন সত্যিকারের ভদ্রলোক ছিলেন ফারুক শেখ। অসাধারণ একজন সহকর্মীও বটে। তিনি চলে গেছেন! আমি খুবই দুঃখিত। ”
নির্মাতা শেখর কাপুর বলেন, “আমি শেষবার যেদিন তার সঙ্গে দেখা করি, সেদিন আমরা রাজনীতি নিয়ে আলাপ করেছিলাম। এখন আফসোস হচ্ছে, সেদিন সিনেমা এবং অভিনয় নিয়েই আলাপ করা দরকার ছিল।
তাহলে হয়তো তার কাছ থেকে কিছু শিখতে পারতাম। ”
পরিচালক মধুর ভান্ডারকর বলেন, “ফারুক শেখের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত। আমি তার শূন্যতা খুব বেশি অনুভব করব। তার অভিনয়প্রতিভাও ছিল অতুলনীয়। ”
অভিনেত্রী রাভিনা ট্যান্ডন বলেন, “ফারুক শেখ একজন অসাধারণ এবং ভদ্র অভিনেতা ছিলেন তিনি।
তার অভাব বলিউডের সবাই অনুভব করবে। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।