আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেলেন ফারুক শেখ

জি মিডিয়া ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ে স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন ফারুক শেখ। শুক্রবার রাতে তার হার্ট অ্যাটাক হয়। শনিবার সকালে মৃত্যুবরণ করেন ওই অভিনেতা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডি অভিনয় শিল্পীরা।


সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন বলেন, “একজন সত্যিকারের ভদ্রলোক ছিলেন ফারুক শেখ। অসাধারণ একজন সহকর্মীও বটে। তিনি চলে গেছেন! আমি খুবই দুঃখিত। ”
নির্মাতা শেখর কাপুর বলেন, “আমি শেষবার যেদিন তার সঙ্গে দেখা করি, সেদিন আমরা রাজনীতি নিয়ে আলাপ করেছিলাম। এখন আফসোস হচ্ছে, সেদিন সিনেমা এবং অভিনয় নিয়েই আলাপ করা দরকার ছিল।

তাহলে হয়তো তার কাছ থেকে কিছু শিখতে পারতাম। ”
পরিচালক মধুর ভান্ডারকর বলেন, “ফারুক শেখের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত। আমি তার শূন্যতা খুব বেশি অনুভব করব। তার অভিনয়প্রতিভাও ছিল অতুলনীয়। ”
অভিনেত্রী রাভিনা ট্যান্ডন বলেন, “ফারুক শেখ একজন অসাধারণ এবং ভদ্র অভিনেতা ছিলেন তিনি।

তার অভাব বলিউডের সবাই অনুভব করবে। ”




প্রযোজক ও পরিচালক মহেশ ভাট বলেন, “ফারুক শেখের বন্ধুসুলভ হাসি আমাদের ম্মৃতিতে থাকবে সবসময়। তার আত্মার শান্তি কামনা করছি। ”
স্মৃতি জে ইরানি বলেন, “ফারুক শেখের আত্মার শান্তি কামনা করছি। অনেক প্রতিভাবান এবং ভদ্র একজন অভিনেতা ছিলেন তিনি।


সত্তর এবং আশির দশকের শক্তিমান অভিনেতা হিসেবে পরিচিত ফারুক শেখ সিনেমায় প্রবেশ করেন ১৯৭৩-এর সিনেমা ‘গরম হাওয়া’র মাধ্যমে। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ওই অভিনেতা তার দীর্ঘ কর্মময় জীবনে কাজ করেছেন সত্যজিৎ রায়, মুজাফফর আলি, হৃষিকেশ  মুখার্জি এবং কেতন মেহতার মতো নামকরা পরিচালকের সঙ্গে। তার বিখ্যাত সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘শতরঞ্জ কি খিলাড়ি’, ‘চাশমে বাদ্দুর’, ‘উমরাও জান’, ‘কিসি সে না কেহনা’ এবং ‘বিবি হো তো অ্যায়সি’।
বিশেষ করে সত্তরের দশকের আরেক অভিনেত্রী দিপ্তি নাভালের সঙ্গে জুটি বেঁধে করা সিনেমাগুলো পেয়েছিল দারুণ জনপ্রিয়তা।
নব্বইয়ের দশকের পর সিনেমাজগত থেকে বিরতি নিয়ে টেলিভিশনে মনোনিবেশ করেন তিনি।


২০০২ সালের সেলিব্রেটি টক শো ‘জিনা ইসিকা নাম হ্যায়’-এর উপস্থাপনাও করেন তিনি। জিটিভিতে প্রচারিত ওই  শো সে সময় অর্জন করে ব্যাপক জনপ্রিয়তা।
ফারুক শেখ অভিনীত সর্বশেষ সিনেমা ছিল ‘ক্লাব সিক্সটি’। চলতি বছরের ব্লকবাস্টার হিট সিনেমা ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’তে তিনি অভিনয় করেছিলেন রণবীর কাপুরের বাবার চরিত্রে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।