আমাদের কথা খুঁজে নিন

   

জারজ সন্তান ও জারজ সরকার

অপদার্থ

বাপ হল সন্তানের উত্স আর মা তার ধারক ।
বাপ ছাড়া সন্তানের অস্তিত্ব
অকল্পনীয়,তবে বাপের পরিচয় ছাড়াও
সন্তান
হতে পারে সেক্ষেত্রে তাদেরকে বলা হয়
অবৈধ বা জারজ সন্তান। এরা উগ্র
মেজাজী হয় । অভদ্র,অশালিন হয় । মানীদের
মান করা এদের জীনে নেই ।

এরা যা মন চায়
তাই করে । মানুষের উপর জুলুম নির্যাতন
করে।
কথায় কথায় অশ্লীল কথা বলে ।
একগুয়েমি এদের একটি অন্যতম বৈশিষ্ট ।
বাপ
যেমন সন্তানের উত্স জনগণ
তেমনি একটি গণতান্ত্রিক দেশের
ক্ষমতা বা সরকারের উত্স কারন
আমগো জাতির
বাপ মরে গেছে ।

সেই জনগণকে ছাড়া গঠিত
সরকার নিশ্চয় জারজ সরকার । এবং এই
জারজ
সরকারের আচরনও জারজ সন্তানদের মত
হবে এটাই স্বাভাবিক । কিন্তু খুব কষ্ট
লাগে যখন দেখি আমগো জাতির বাপের বৈধ
বেটি একসময়ের মাননীয়
প্রধানমন্ত্রী ওনার
চেয়ারটাকে কলঙ্কিত করার অপচেষ্টা করেন
। রোম যখন পুড়ছিল নিরু তখন
বাঁশি বাজাচ্ছিল,আজ আমাদের সোনার
বাংলাদেশ যখন পুড়ছে উনি তখন
গণভবনে গান
গাইছেন । জারজ সরকার গঠনের ঝোঁক ওনার
মধ্যে কোন জারজরা ঢুকালেন জানিনা ।


কিন্তু
আপনার ক্ষমতার বৈধ উত্স জনগণের একজন
বলছি ,প্লীজ জোর করে জারজ সরকার গঠন
করে জারজ মন্ত্রীসভার জারজ মেম্বারদের
জারজ প্রধানমন্ত্রী হবেননা ।
প্রধানমন্ত্রী পদটাকে কলঙ্কিত করবেন না ।
অনেক দেরি হয়ে যাচ্ছে ,আর কোন জারজের
পরামর্শ শুনবেন না । আপনার বাপ
স্বাধীনতার স্থপতি । সেই জাতির বাপের
নামের কলঙ্ক করবেননা ।

বাংলাদেশের
স্থপতি বাপের বৈধ বেটি হিসেবেই তুষ্ট
থাকেন । জারজ প্রধানমন্ত্রী হবার জারজ
স্বপ্ন দেখবেন না । জাতি শান্তি চায় ।
তাই
একটি শান্তিপূর্ন নির্বাচনের মাধ্যমে বৈধ
সরকার গঠনের পথে আর বাধা হবেননা ।
জনগণ
চাইলে সেই বৈধ সরকারের প্রধান আপনিও
হতে পারেন ।

জনগণ আপনার বিগত
কার্যকলাপের সমুচিত রায় দিবে । জনগণের
সেই রায়ের অধিকার হরণ
করে নিজেকে জনবিচ্ছিন্ন প্রমান করবেন
না । আপনি যে শ্যাকের বেটি । আপনার এই
লজ্জা যে পুরা জাতির লজ্জা ।
জনপ্রিয়তা যাচাইয়ের মত বুকের
পাটা থাকলে বৈধ অস্ত্রধারীদের
দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন
করে গুলি চালিয়ে নয় জনসমাগমের
প্রতিযোগিতা করুন ।


সশস্ত্র আর যৌথ বাহিনীর মহড়া নয়, জনসমর্থনের মহড়া করুন । দশ বিশ স্তরের সশস্ত্র নিরাপত্তা বলয়ের মধ্য থেকে নয় জনজোয়ারে এসে কথা বলুন । আর বলবেন কি আপনার পক্ষে জনজোয়ারের দুঃস্বপ্ন দেখতে যে আপনি ভয় পান । আপনার বেজন্মা এমপি,মন্ত্রী,উপদেষ্টা আর চ্যালারা এখন জনরোষের হাত থেকে বাঁচতে নিরাপত্তা চায় । একবার ভাবুন জনগণকে আরো ক্ষ্যাপালে আপনাদের কি হাল হবে ?



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.